• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০১:৫২ পিএম
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টের মৃত্যু

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি ৬৫ বছর বয়সে মারা গেছেন। তার মুখপাত্রের তথ্যের বরাতে এই খবর জানায় বিবিসি।

দুই সপ্তাহের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন ইতালির এই বর্ষীয়ান সাংবাদিক ও বাম রাজনীতিবিদ। অসুস্থতার কারণে বাতিল করেন অফিসের সব কার্যক্রম।

গত মাসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে ইতালির হাসপাতালে ভর্তি হন সাসোলি। মঙ্গলবার ভোরে অ্যাভিয়ানোর একটি হাসপাতালে মারা যান তিনি।

সাসোলির মুখপাত্র রবার্তো কুইলো টুইটারে তার মৃত্যুর খবর জানান। এর আগে সেপ্টেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত সাসোলিকে স্ট্রাসবার্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সে সময় বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর নভেম্বরে পুনরায় রাজনৈতিক দায়িত্ব শুরু করেন।

তার উত্তরাধিকার নির্বাচনের জন্য এই মাসের শেষের দিকে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। পুনরায় নির্বাচন না করার কথা আগেই জানিয়ে গেছেন সাসোলি।

২০১৯ সালের জুলাই মাসে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এই পদটি ইউরোপীয়া জোটের শীর্ষ পদ বলে বিবেচনা করা হয়। অধিবেশন পরিচালনা ছাড়াও পার্লামেন্টের কার্যক্রম তদারকি করতেন সাবেক প্রেসিডেন্ট।

Link copied!