• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ১০:১৮ এএম
ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

ইউক্রেনে রাশিয়া হামলায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশ্নে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। অবশ্য এ প্রস্তাব মানতে রাশিয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশন এ ভোট গ্রহণ শুরু হয়। এতে ১৪০ ভোটে ইউক্রেনের পক্ষে আনা প্রস্তাবটি পাস হয়। 

সংবাদ সংস্থা এএফপি জানান, বুধবার (২৩ মার্চ) প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। একই দিন ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে রাশিয়াও নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে। তবে সেটি গৃহীত হয়নি।

ইউক্রেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০ সদস্য দেশ। ভোটদানে বিরত ছিল ভারত, চীন, পাকিস্তানসহ ৩৮টি দেশ। অন্যদিকে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

Link copied!