বৃহস্পতিবার ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত অন্তত সাড়ে চারশ রুশ সৈন্য নিহত হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এমন তথ্য দিয়েছেন।
ব্রিটিশ পার্লামেন্টের এক সভায় মন্ত্রী ব্রিটিশ সাংসদদের জানান, হামলা শুরুর পর থেকে ৫৭ জন বেসামরিক নাগরিক সহ ১৯৪ জন ইউক্রেনের নাগরিক নিহত হয়েছে।
বিবিসি আরও জানায়, সামরিক অভিযানের ষষ্ঠ দিনে ইউক্রেনকে বেলারুসের রাজধানী মিনস্কে সঙ্গে আলোচনায় বসতে আহ্বান জানিয়েছে ক্রেমলিন। তবে তাদের মূল দাবি, ইউক্রেনকে “নিরপেক্ষ অবস্থান” ঘোষণা করতে হবে ও দেশটিকে সম্পূর্ণরূপে “বেসামরিকীকরণ” করতে হবে। যদিও ইউক্রেন এসব শর্ত মেনে আলোচনায় বসতে রাজি কিনা তা জানা যায়নি।
এর আগে আল-জাজিরা জানায়, সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে সাড়ে তিনশোর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধে শতাধিক শিশুসহ আহত হয়েছেন দেড় হাজারের বেশি।
বড় শহরগুলোতে এখনও ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। তুমুল লড়াই চলছে ইউক্রেনের সেনাদের সঙ্গে।