ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযান বন্ধে মধ্যস্থতা করতে চায় ইসরায়েল। রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ প্রস্তাব দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস রুশ প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে ক্রেমলিন বলেছে, সামরিক অভিযান বন্ধে মধ্যস্থতার জন্য নাফতালি বেনেটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।
তাস জানিয়েছে, ইসরায়েলের উদ্যোগের দুই নেতা ফোনালাপ করেন। এতে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রুশ প্রতিনিধিদল বেলারুশে পৌঁছেছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের সদস্যরা ছাড়াও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অন্য সংস্থার কর্মকর্তারা এই প্রতিনিধিদলে রয়েছেন। রুশ প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রথমে রাজি না থাকলেও বেলারুশে রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে ইউক্রেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার সকালে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল।