ইউরোপে অভিবাসীদের অনুপ্রবেশের অন্যতম একটি পথ হচ্ছে ইংলিশ চ্যানেল। প্রতিদিনই প্রশান্ত মহাসাগরের এই অংশ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসনপ্রত্যাশীদের নৌযানগুলো।
ডয়চে ভেলের খবরে বলা হয়, ২০২১ সালে ২৮ হাজারের বেশি অভিবাসী সমুদ্র পেরিয়ে দেশটিতে প্রবেশ করে। ২০২২ সালেও অভিবাসনপ্রত্যাশীদের এই প্রবণতা অব্যাহত আছে।
এমন পরিস্থিতিতে সমুদ্রসীমায় অনুপ্রবেশ বন্ধে ইংলিশ চ্যানেলে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের নতুন নীতিতে এই তথ্য উল্লেখ রয়েছে বলে জানায় বিবিসি। অবৈধ অভিবাসন বন্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোর সঙ্গে ফ্রান্স সরকারও এই নীতির বিরোধিতা করছে।
এমনকি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নয়। তবে প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা দিতে রাজি আছে তারা।