আগাম ঘোষণা ছাড়াই কানাডা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (২৩ সেপ্টেম্বর) আল-জাজিরা-বিবিসিসহ বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমের খবরে দেখা যায়, রাজধানী অটোয়ার একটি বিমানবন্দরের রানওয়েতে জাস্টিন টুডোর সঙ্গে হাঁটছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর এটি জেলেনস্কির প্রথম কানাডা সফর। সেখানে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।
ইউএস কংগ্রেস ইউক্রেনের জন্য ১১ হাজার কোটির বেশি ডলার সহায়তার অনুমোদন দিয়েছে। কিন্তু জরিপ অনুযায়ী, আমেরিকানদের এই অনুদানের মাত্রা কমে আসছে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































