আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে হবে গৃহযুদ্ধ। সেই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি ২০২৩ সাল নিয়ে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ২০২৩ সাল নিয়ে মেদভেদেভ গতকাল মঙ্গলবার তার ব্যক্তিগত টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এই ভবিষ্যদ্বাণী করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ।
মেদভেদেভ বলেছেন, নববর্ষের প্রাক্কালে সবাই ভবিষ্যদ্বাণী করেন। তাই ২০২৩ সাল নিয়ে তিনিও ভবিষ্যদ্বাণী করছেন। মেদভেদেভের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে, আগামী বছর তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১৫০ ডলার হবে এবং গ্যাসের দামও বাড়বে; যুক্তরাজ্য আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেবে, আর যুক্তরাজ্যের ফিরে আসার পর ইইউ ভেঙে যাবে; আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ হবে; যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে এবং গৃহযুদ্ধ শেষে টেসলাপ্রধান মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।
মেদভেদেভের এই ভবিষ্যদ্বাণীতে প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক। পাল্টা টুইটে তিনি লিখেছেন: ‘এপিক থ্রেড!!’ তবে মেদভেদেভের কিছু ভবিষ্যদ্বাণীর সমালোচনাও করেছেন তিনি।
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান। তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এদিকে, মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ ব্যক্তির তালিকায় রেখেছে ইউক্রেন।