• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি ট্রাম্পের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:৪২ পিএম
নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে মঙ্গলবার (৫ নভেম্বর)। ভোট গ্রহণ শুরুর আগে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

যে সাত অঙ্গরাজ্যকে নির্বাচনী যুদ্ধক্ষেত্র বলা হয়, তার একটি পেনসিলভানিয়া। এই সাত রাজ্যের মধ্যে পেনসিলভানিয়ায় ইলেকটোরাল কলেজ ভোট সবচেয়ে বেশি।

পিটসবার্গে বিশাল এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, “ট্রাম্পকে একটি ভোট দেওয়ার অর্থ আপনাদের নিত্যপণ্যের দাম কমবে, আপনাদের বেতন বাড়বে, আপনাদের সড়ক অধিক নিরাপদ হবে, জাতি হিসেবে আপনারা আরও সমৃদ্ধ হবেন এবং আগের তুলনায় আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।”

ট্রাম্প আরও বলেন, “আমরা চার বছর ধরে এর জন্য অপেক্ষা করছি। কমলা জিতলে সঙ্গে করে অর্থনৈতিক দুর্দশা নিয়ে আসবেন।”

এবারের অধিকাংশ জনমত জরিপে কমলা ও  ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

Link copied!