• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ১২:০৩ পিএম
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি বার্তা সংস্থা বিবিসি যাচাই করে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপেলভ টিইউ-২২ যুদ্ধবিমানে আগুন লেগেছে।

হালকা অস্ত্রবহী একটি ড্রোনের আঘাতে যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মস্কো। ইউক্রেন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টায় একটি কপ্টার-শ্রেণির ইউএভি (মানববিহীন আকাশযান) দ্বারা দেশটির নভগোরদ অঞ্চলে একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা হয়েছে। 
বিবৃতিতে আরও বলা হয়, ইউএভিটি লক্ষ্য করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল। তারপরও এটি একটি বিমান ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার ফলে বিমানঘাঁটির পার্কিং লটে আগুন লাগলেও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রাশিয়ার গণমাধ্যমেও হামলার কথা জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করা হয়েছে।

টিইউ-২২ সুপারসনিক যুদ্ধবিমান শব্দের দ্বিগুণ গতিতে চলতে পারে। চলমান যুদ্ধে ইউক্রেনের শহরগুলোতে হামলায় এই যুদ্ধবিমান ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

Link copied!