ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি বিপণিবিতানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। এ ঘটনায় আহত হয়েছেন আরো অসংখ্য মানুষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কিয়েভ সফরের সময় এই হামলার ঘটনা ঘটল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) কোস্টিয়ান্টিয়ানিভকা শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছেন।
জেলেনস্কি কোস্টিয়ান্টিয়ানিভকায় হামলাকে ‘শান্তিপূর্ণ শহরে’ হামলা বলে অভিহিত করে এক টেলিগ্রাম বার্তায় জানান, “রুশ শত্রুদের যত দ্রুত সম্ভব পরাজিত করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি সাধারণ বিপণিবিতান, অনেক দোকান, একটি ওষুধের দোকান। এই মানুষগুলো কোনো অন্যায় করেননি।”
এ ঘটনায় রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটি ইচ্ছাকৃতভাবে বেমাসরিক মানুষদের লক্ষ্যবস্ত করার অভিযোগ অস্বীকার করে আসছে।
জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে দাবি করেন রুশ হামলাটি ‘ইচ্ছাকৃত’। তিনি বলেন, “যারা এই জায়গাটি সম্পর্কে জানেন, তারা ভালো করেই জানেন যে এটি একটি বেসামরিক এলাকা।”