• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি

অভিযান চালিয়ে ৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৩, ০২:৩৬ পিএম
অভিযান চালিয়ে ৩ ফিলিস্তিনিকে  হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের উত্তরের শহর নাবলুসে অভিযান চালিয়ে কমপক্ষে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে আহত হয়েছেন আরও চারজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, নাবলুসে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গোলার আঘাতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “গোলার আঘাতে শহীদদের মধ্যে দুজনের মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। যার কারণে তাদের শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছিল।”

ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা পরিষেবা এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে দুজন ৭ এপ্রিল জেরিকোর উত্তরে হামলার সঙ্গে জড়িত। ওই হামলায় বসতি স্থাপনকারী ইসরায়েলি দুই বোন নিহত হয়েছিল।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের ঘটনায় চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এ ছাড়া কমপক্ষে ১৫০ জন স্কুলশিক্ষার্থী টিয়ার গ্যাসের কারণে শ্বাসকষ্টের শিকার হয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় নাবলুসের রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে।

চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীরা কমপক্ষে ১১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে ২০ জন শিশু ছিল।

এর আগে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। মিসর, কাতার এবং জাতিসংঘের কর্মকর্তাদের মধ্যস্থতায় বুধবার রাত ৩টা ৩০ মিনিট থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। এর মধ্যেই অভিযান চালিয়ে এমন ঘটনা ঘটিয়েছে দেশটি।

Link copied!