• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় ধনকুবের নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০২:২৪ পিএম
জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় ধনকুবের নিহত
ছবি: সংগৃহীত

ভারতের ধনকুবের হরপাল রণধাওয়া ও তার ছেলে আমের রণধাওয়া জিম্বাবুয়েতে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর বিমানটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা আরও ৬ যাত্রী নিহত হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হরপাল রিওজিম নামের খনি কোম্পানির মালিক ছিলেন। তার কোম্পানিটি সোনা ও কয়লা উৎপাদন করে থাকে। পাশাপাশি নিকেল ও তামা পরিশোধন করে।

কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি হীরার খনির কাছে হরপালের ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, চার বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রাইভেট ইক্যুইটি ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন হরপাল। হরপালের ২২ বছর বয়সী ছেলে আমের একজন পাইলট ছিলেন। তবে তিনি ওই সময় বিমান চালাচ্ছিলেন না। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, গালফ নিউজ, ট্রিবিউন ইন্ডিয়া

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!