• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সরকারি কর্মকর্তা আটক, ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৩:২২ পিএম
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে সরকারি কর্মকর্তা আটক, ভিডিও ভাইরাল
আটকের পর কান্না করছেন কে জগা জ্যোতি। ছবি : সংগৃহীত

ঘুষ নেওয়ার সময় ভারতের তেলেঙ্গানা রাজ্যের উপজাতীয় কল্যাণ প্রকৌশল বিভাগের এক নির্বাহী প্রকৌশলীকে আটক করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ৮৪ হাজার ভারতীয় রুপি ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে ধরা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গ্রেপ্তারের পর তার কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়। ওই নির্বাহী প্রকৌশলী এখন পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে হায়দ্রাবাদের একটি আদালতে হাজির করা হবে।

দেশটির দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) জানায়, এক ব্যক্তি কে জগা জ্যোতি নামের ওই কর্মকর্তা সরকারি সুবিধার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগ এনেছিলেন। এরপর এসিবি দ্রুত অভিযান চালিয়ে নির্দিষ্ট প্রমাণ পেয়ে তাকে গ্রেপ্তার করে।

ধরা পড়ার পর কে জগা জ্যোতির কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ফেনফথ্যালিন টেস্টের মাধ্যমে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। ফেনোলফথালিন হলো একটি রাসায়নিক যৌগ, যা ভেঙে গেলে গোলাপি রং ধারণ করে। এটি ঘুষ গ্রহীতাদের ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যখন কেউ ফেনোলফথালিন মেশানো নোট বা নথিগুলো স্পর্শ করেন, তখন ওই রাসায়নিক তাদের হাতে লেগে যায়। এর সঙ্গে আরেকটি রাসায়নিক মেশালেই গোলাপি রং স্পষ্ট হয়ে ওঠে।

Link copied!