• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৫:১৪ পিএম
৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা
অফিস। ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ঘোষণায় বলা হয়, সরকারি কর্মচারীরা আগামী ২ ও ৩ ডিসেম্বর ঈদ আল ইতিহাদ ছুটি পালন করবে। আর আগামী ৪ ডিসেম্বর থেকে নিয়মিত কাজ শুরু হবে।

এদিকে, শারজাহতে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্রবার থেকে রোববার। আর সোম ও মঙ্গলবার ছুটি ঘোষণা হওয়ায় সেখানে সরকারি কর্মীরা ৫ দিনের ছুটি পাচ্ছেন।

অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতজুড়ে বেসরকারি খাতের কর্মচারীদের জন্যও ২ এবং ৩ ডিসেম্বর ৫৩তম ঈদ আল ইতিহাদ উদযাপনে ছুটি দেওয়া হবে। ৪ ডিসেম্বর থেকে আবার কাজ শুরু হবে।

Link copied!