• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণীর জন্মপরিচয় পাল্টে গেল ডিএনএ টেস্টে, খুঁজছেন আসল মা-বাবাকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:১৯ পিএম
তরুণীর জন্মপরিচয় পাল্টে গেল ডিএনএ টেস্টে, খুঁজছেন আসল মা-বাবাকে
প্রতীকী ছবি

অফিসে তরুণীকে প্রায়ই তার সহকর্মীরা হাস্যোচ্ছলে বলতেন, তোমার চেহারা আমাদের এলাকার মানুষের মতো না। সহকর্মীদের এমন কথায় মাঝেমধ্যে তার জেদও হতো। একদিন মজার মজার ছলে ডিএনএ পরীক্ষা করেছিলেন ওই তরুণী। ডিএনএ পরীক্ষার ফলাফল তাকে এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন করল। রীতিমতো বদলে গেল জন্ম পরিচয়।

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, চাঞ্চল্যকর এই ঘটনা চীনের উত্তরাঞ্চলীয় হেনান প্রদেশের জিনজিয়াংয়ের। ডং নামের এক ২৪ বছর বয়সী তরুণী কৌতূহলবশত ডিএনএ টেস্ট করান। পরীক্ষার ফলাফলে দেখা যায়, যাদের এত দিন নিজের বাবা-মা বলে জেনেছেন, তারা ডংয়ের জন্মদাতা মা-বাবা নন।

এক সাক্ষাৎকারে ডং জানান, সহকর্মীরা তাকে মজা করে বলতেন, ‘তুমি আমাদের এখানকার না। তোমার চেহারার ধরন আলাদা। উত্তর চীনের মানুষের মতো না।’ এরপর তার নিজের কৌতূহল জাগে। নিজের বাবা-মাকে এ বিষয়ে প্রশ্ন করলে অসলংগ্ন জবাব দিতে থাকেন তারা। এতে তরুণীর সন্দেহ আরও বাড়ে। 

শেষ পর্যন্ত ডং ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন। পরীক্ষার পর তিনি জানতে পারেন, এত দিন যাদের নিজের বাবা-মা বলে জেনেছেন, তাদের সঙ্গে তার জিনগত কোনো মিল নেই। ডিএনএ বিশ্লেষণ করে বলা হয়েছে, ওই তরুণীর সঙ্গে দক্ষিণ চীনের গুয়াংঝি প্রদেশের মানুষের জিনগত মিল রয়েছে।

জন্ম পরিচয় বদলে যাওয়ার এই তথ্য জানার পর ভেঙে পড়েন ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ পেলে ওই তরুণীর পাশে দাঁড়ানোর বার্তা দেন অনেকে। আসল বাবা-মাকে খুঁজে বের করার ক্ষেত্রেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অনেক নেটিজেন। তবে এখন পর্যন্ত ডংয়ের জন্মদাতা মা-বাবার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Link copied!