• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সংঘাতে সুদানের বিখ্যাত আকাশচুম্বী ভবনে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১১:৪৮ এএম
সংঘাতে সুদানের বিখ্যাত আকাশচুম্বী ভবনে আগুন
ছবি: সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ব্যাপক সংঘর্ষের পর অসংখ্য ভবনে আগুন লেগেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, আইকনিক গ্রেটার নাইল পেট্রোলিয়াম অয়েল কোম্পানির টাওয়ারে আগুনে জ্বলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খার্তুমসহ অন্যান্য শহরে বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

নীল নদের কাছে অবস্থিত ১৮ তলা তেল সংস্থা আকাশচুম্বী ভবনটি খার্তুমের স্বীকৃত ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি। আগুনের ঘটনার পর ভবনটির এক স্থপতি তাগ্রিদ আবদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, “এটি সত্যিই বেদনাদায়ক।” আবদিন ‘এ রকম নির্বোধ ধ্বংসযজ্ঞের জন্য’ ক্ষোভ প্রকাশ করেন।

ভবনটির শঙ্কুসদৃশ কাঠামোর সম্মুখভাগে রয়েছে কাচ। আগুন ধরার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফ নেতাদের ক্ষমতার লড়াইয়ের কারণে দেশটিতে সহিংসতা শুরু হয় চলতি বছরের ১৫ এপ্রিল। সংঘর্ষ বিশ্লেষণ করার সংস্থা সুদান ওয়ার মনিটর জানিয়েছে, আরএসএফ শনিবার (১৬ সেপ্টেম্বর) সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে বিচার মন্ত্রণালয়ের একটি অফিস ব্লক। হামলার ফলে বেশ কয়েকটি সরকারি ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার পর্যন্ত সেনা চত্বরে হামলা অব্যাহত ছিল।

Link copied!