পাকিস্তানে তেলবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় আগুন লেগে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
রোববার (২০ আগস্ট) ভোরে পিন্ডি ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ সড়কে এ ঘটনা ঘটে বলেল জানিয়েছে দ্য ডন।
স্থানীয় মেডিকেল সুপার জানান, আহত ব্যক্তিদের পিন্ডি ভাট্টিয়ান এবং ফয়সালাবাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ফাহাদ বলেন, ভোর চারটায় পিন্ডি ভাট্টিয়ান ইন্টারচেঞ্জের কাছে ঘটনাটি ঘটে। ডিজেল ড্রামবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে ধাক্কা লাগার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে ৩৫-৪০ যাত্রী ছিল। এটি করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল।