• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ডমিনিকান রিপাবলিকে বিস্ফোরণ, নিহত ১১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৮:৪৯ পিএম
ডমিনিকান রিপাবলিকে বিস্ফোরণ, নিহত ১১

ডমিনিক রিপাবলিকের শহর স্যান ক্রিস্টোবলে এক বিস্ফোরণে এক শিশুসহ ১১ জন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বিস্ফোরণে আহত অনেকে হাসপাতালে ভর্তি আছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং এক শিশুর মরদেহ শনাক্ত করতে সক্ষম হন। তারা সতর্ক করে বলেন, ঘটনাস্থলে আরও মরদেহ থাকতে পারে।

সোমবার (১৪ আগস্ট) স্যান ক্রিস্টোবল শহরের বাণিজ্যিক এলাকায় হওয়া বিস্ফোরণের ফলে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়া বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও শহরের ওপর উড়তে দেখা যায়।

মঙ্গলবার (১৫ আগস্ট) ডমিনিক রিপাবলিকের প্রেসিডেন্ট লুইজ আবিনাদের বিস্ফোরণের স্থল পরিদর্শন করেন।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!