• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

বোমা আতঙ্কে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৩:৩৬ পিএম
বোমা আতঙ্কে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ
ইন্ডিগো এয়ারলাইলন্স। ছবি : সংগৃহীত

বোমা আতঙ্কে ১৮৭ জন যাত্রী ও ছয়জন ক্রুসহ কলকাতাগামী ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রায়পুর বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দু।

ঘটনার বিষয়ে রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা হামলার হুমকি পাওয়ার পরে নাগপুর থেকে কলকাতার উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজকে সরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে সকাল ৯টার কিছু পরে অবতরণ করে। পরে নিরাপত্তা পরীক্ষার জন্য দ্রুত বিচ্ছিন্ন উপসাগরে নেওয়া হয়।

কারিগরিকর্মীরা এবং বোমা স্কোয়াডের সদস্যরা উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন বলেও জানিয়েছেন সন্তোষ সিং।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি পাঠানো হচ্ছে। অভ্যন্তরীণ ফ্লাইট তো বটেই, আন্তর্জাতিক ফ্লাইটেও ছড়ানো হচ্ছে বোমাতঙ্ক। গত দুই সপ্তাহে পাঁচ শতাধিক ফ্লাইটে বোমা থাকার হুমকির তথ্য ছড়িয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!