• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ভারতে ভাঙা টানেলে ফের ধস, আহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ১১:০৩ এএম
ভারতে ভাঙা টানেলে ফের ধস, আহত ২
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখান্ডের ভাঙা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের সময় সেখানে ফের ধস নেমেছে। এ ঘটনায় উদ্ধারকারী দলের ২ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) সকালে এ ধসের ঘটনা ঘটে।

এর আগে, রোববার (১২ নভেম্বর) টানেলটিতে কাজ করার সময় ধস নামে। সেখানে আটকে পড়ে ৪০ জন শ্রমিক। বুধবার সকালে তাদের উদ্ধারের জন্য বিমানবাহিনীর সদস্যদের নামানো হয়। কিন্তু সেখানের আবারও ধস নামে।

তবে সরকারি কর্মকর্তারা জানান, দিল্লি থেকে নতুন যন্ত্র আনা হচ্ছে।  শ্রমিকদের দ্রুত বের করে আনার চেষ্টা চলছে বলেও দাবি করছেন তারা। তবে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারকাজে দেরি হওয়ার অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করেছে ক্ষুদ্ধ জনতারা।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, উত্তরাখন্ডের সিল্কইয়ারা ও দান্দানগাঁওকে যুক্ত করতে সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের টানেলের নির্মাণকাজ চলছিল। এর মাধ্যমে তীর্থস্থান উত্তর কাশীর সঙ্গে যমুনাত্রীর সংযোগ স্থাপন করা হচ্ছিল। রোববার সকালে শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় টানেল ধসে পড়ে।

রাজ্য পুলিশের এক কর্মকর্তা জানান, আটকেপড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনার বিষয়ে তারা খুবই আশাবাদী। তবে কতক্ষণ লাগবে, সেটা বলা কঠিন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Link copied!