• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানে সামরিক বাহিনীর গাড়িবহরে হামলা, নিহত ৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:০৮ এএম
পাকিস্তানে সামরিক বাহিনীর গাড়িবহরে হামলা, নিহত ৯
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার জানি খেল জেনারেল এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।

পাকিস্তানের সামরিক বাহিনীর জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি সামরিক বাহিনীর গাড়িবহরে হামলা চালাায়। এ বিস্ফোরণে ৯ সেনা নিহত ও ৫ জন আহত হন।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ গণমাধ্যমকে বলেন, “আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিলেন। তার মোটরসাইকেলটি সামরিক গাড়িবহরের একটি ট্রাককে ধাক্কা দিলে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।”

প্রতিবেদনে বলা হয়, হামলার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে জঙ্গিদের খোঁজে অভিযান চলছে।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে, সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

গত নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। এর আগে ২২ আগস্ট দক্ষিণ ওয়াজিরিস্তান সেনাবাহিনী ও জঙ্গিগোষ্ঠীর সংঘর্ষে ছয় সেনা নিহত হন। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!