পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাট্টাগ্রামের পাহাড়ি এলাকায় ৯০০ ফুট উঁচুতে ঝুলন্ত একটি চেয়ারলিফটে ছয় শিশুসহ আট জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জরুরি তৎপরতা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, চেয়ারলিফটে করে শিশুরা স্কুলে যাচ্ছিল। স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে চেয়ারলিফটের একটি তার ছিঁড়ে যায়। এতে চেয়ারলিফটে থাকা আট জন আটকা পড়ে।
বাট্টাগ্রামের সহকারী কমিশনার তানভীর উর রহমান জানান, উদ্ধার কাজে অংশ নিতে একটি হেলিকপ্টার ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। এই হেলিকপ্টারটি পর্যবেক্ষণ করে জানাবে বড় হেলিকপ্টার সেখানে গিয়ে সবাইকে উদ্ধার করতে পারবে কিনা।
আটকা পড়াদের একজন গুলফারাজ, তাদের কাছে খাওয়ার পানি নেই জানিয়ে কতৃপক্ষকে দ্রুত তাদের উদ্ধারের আহ্বান জানান। তিনি বলেন আটকা পড়া শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৫ এর মধ্যে।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের কার্যালয়ের এক বিবৃতিতে সব ত্রুটিপূর্ণ চেয়ারলিফট অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি অঞ্চলের অনেক শিশু স্কুলে যাওয়া-আসার জন্য চেয়ারলিফটের ওপর নির্ভর করে।