পূর্ব ভূমধ্যসাগরে মহড়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার (১৩ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মার্কিন সেনা কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় মহড়ার অংশ হিসেবে তাতে জ্বালানি ভরছিলো।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহত সেনাদের প্রতি শোক জানিয়ে বলেন, “আমাদের সেনারা দেশের জন্য প্রতিদিন তাদের জীবন উৎসর্গ করছে। আমরা নিহতদের পরিবারের জন্য আজ ও প্রতিদিন প্রার্থনা করি।”
হেলিকপ্টারটি কোথা থেকে আসছিল এবং কোথায় গিয়ে বিধ্বস্ত হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি মার্কিন সেনারা। তবে গত কয়েক মাসে মার্কিন সেনারা তাদের জাহাজ, জেটসহ দুটি যুদ্ধবিমান পূর্ব ভূমধ্যসাগরে সরিয়ে নিয়েছে।
ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। এ সংঘাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যাতে সংঘাতে যুক্ত হতে না পারে সে বিষয়টিতে নজর রাখছে যুক্তরাষ্ট্র।
হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি সংগঠন যা হামাসকে অস্ত্র ও বিভিন্ন সহায়তা প্রদান করে।