• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৯:৪৫ এএম
মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা

মিয়ানমারের সেনাশাসনের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক যুদ্ধ’ ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত নেতা-কর্মীদের নিয়ে গড়ে ওঠা ছায়া সরকার। সোমবার রাতে দেশজুড়ে বিদ্রোহ ঘোষণা করে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।

সামরিক সরকারকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে দেশের সব প্রান্তের মানুষকে সেনাশাসনের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়ার আহ্বান জানায় এনইউজি। মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে ছায়া সরকারের প্রেসিডেন্ট দুওয়া লাশি লা এই ঘোষণা দেন।

তিনি বলেন, “জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিয়ে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধ শুরু করছে। মিয়ানমারের সব নাগরিক দেশের প্রতিটি প্রান্তে মিন অং হ্লাইং এর নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসীদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেবে।”

ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে স্টেট কাউন্সেলর অং সান সু চিকে ক্ষমতাচ্যুত ও আটক করে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর গত ছয় মাস ধরে দেশটিতে সেনাশাসনের বিরুদ্ধে আন্দোলন করছে সাধারণ জনগণ ও ক্ষমতাচ্যুত সরকারের নেতা-কর্মীরা।

এই ছয় মাসে দেশটির নিরাপত্তা বাহিনী এক হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে মিয়ানমারের বেসরকারি সংস্থা, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!