ভারতের কলকাতার আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের পর প্রতিশ্রুত টাকা না দেওয়া এবং ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) রাতে নিউমার্কেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ রাসেল (৩৭), মোহাম্মদ কায়সার চৌধুরী (৩৬) ও মোহাম্মদ আবদুল্লাহ আল মিজান (৩৭)।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, বুধবার রাতে নিউমার্কেট থানায় তিন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই নারী। তার অভিযোগ, মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে তাকে ডেকে পাঠানো হয়। পরে তার সঙ্গে তিনজন শারীরিক সম্পর্ক করলেও তাকে প্রাপ্য টাকা দেওয়া হয়নি। বরং দুর্ব্যবহার করে হোটেল থেকে তাড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা। নিরুপায় হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগও দায়ের করেছেন তিনি।
ওই নারীর অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট হোটেলে হানা দেয় নিউমার্কেট থানার পুলিশ। গ্রেপ্তার তিনজনই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।