• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ক্যালিফোর্নিয়ায় ঝড়ে ২ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০৬:৫৯ পিএম
ক্যালিফোর্নিয়ায় ঝড়ে ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টানা দ্বিতীয় দিনের মতো আবহাওয়ার এ তাণ্ডবে অঙ্গরাজ্যটির প্রায় দুই লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

জানা যায়, সান ফ্রান্সিসকো, স্যাক্রামেন্টোসহ বড় শহরগুলো শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। ক্যালিফোর্নিয়ার ৯০ ভাগ মানুষ এখন বন্যা-আতঙ্কে দিন পার করছেন। এর আগে, বুধবার (৪ জানুয়ারি) ঝড়টি আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক বন্যা, রাস্তা ডুবে যাওয়া, পাহাড় ধস, গাছ ভেঙে পড়া, ব্যাপক বিদ্যুৎবিভ্রাট ও ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া বহু মানুষের প্রাণহানির শঙ্কাও রয়েছে।

এছাড়া অঞ্চলটিতে প্রতি ঘণ্টায় এক ইঞ্চির বেশি বৃষ্টিপাত হচ্ছে, যা বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। এ ছাড়া গত সপ্তাহে মারাত্মক বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না পারা অঞ্চলগুলোয় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকার সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। 

Link copied!