• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২,
  • ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

২০ কোটির পথে বৈশ্বিক করোনা সংক্রমণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ১০:৪৫ পিএম
২০ কোটির পথে বৈশ্বিক করোনা সংক্রমণ

দুই সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা রোগীর সংখ্যার ২০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির সর্বশেষ সাপ্তাহিক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি আরও জানায়, গত সপ্তাহে বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ আট শতাংশ বেড়েছে। সংক্রমিত হয়েছে প্রায় চার কোটি মানুষ।

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেলটা ধরন এখন পর্যন্ত ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করে জাতিসংঘের সংবাদমাধ্যম ইউএন নিউজ। এ ছাড়া চীনের তিন প্রদেশেও ডেলটা ধরন শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

এশিয়া-ইউরোপ ছাড়াও আমেরিকা মহাদেশ এমনকি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও এ ধরনের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। ৩০ ও ২৫ শতাংশ পর্যন্ত সংক্রমণ হার দেখা গিয়েছে এই দুটি অঞ্চলে।

সামগ্রিকভাবে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধিতে অবদান রেখেছে এই ধরনটি। তাই আগের সপ্তাহের তুলনায় ২১ শতাংশ বেড়ে এ সপ্তাহে মারা গেছে ৬৯ হাজারের বেশি রোগী।

এই পরিসংখ্যান অপরিবর্তিত থাকলে দুই সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা।

Link copied!