দুই সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা রোগীর সংখ্যার ২০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির সর্বশেষ সাপ্তাহিক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি আরও জানায়, গত সপ্তাহে বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ আট শতাংশ বেড়েছে। সংক্রমিত হয়েছে প্রায় চার কোটি মানুষ।
ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেলটা ধরন এখন পর্যন্ত ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করে জাতিসংঘের সংবাদমাধ্যম ইউএন নিউজ। এ ছাড়া চীনের তিন প্রদেশেও ডেলটা ধরন শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
এশিয়া-ইউরোপ ছাড়াও আমেরিকা মহাদেশ এমনকি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও এ ধরনের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। ৩০ ও ২৫ শতাংশ পর্যন্ত সংক্রমণ হার দেখা গিয়েছে এই দুটি অঞ্চলে।
সামগ্রিকভাবে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধিতে অবদান রেখেছে এই ধরনটি। তাই আগের সপ্তাহের তুলনায় ২১ শতাংশ বেড়ে এ সপ্তাহে মারা গেছে ৬৯ হাজারের বেশি রোগী।
এই পরিসংখ্যান অপরিবর্তিত থাকলে দুই সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা।