• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

হাইতির প্রেসিডেন্টকে নিজ বাসভবনে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০১:০৩ পিএম
হাইতির প্রেসিডেন্টকে নিজ বাসভবনে হত্যা

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসিকে তার নিজ বাসভবনে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

বিবিসি জানায়, স্থানীয় সময় রাত ১ টায় হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে এ হামলা হয়। হাইতির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেসিডেন্টের বাসভবনে এ হামলা ফার্স্ট লেডিও আহত হয়েছেন বলে জানা গেছে।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন জোভেনেল মইসি। ৫৩ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে থেকে দুর্নীতির অভিযোগে রয়েছে। সরকার পতনের দাবিতে কয়েক দফা বিক্ষোভও করেছে দেশটির জনগণ।

এ বছরের ফেব্রুয়ারিতেও তাকে হত্যা করে সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন মইসি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!