ইতালি ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ ও অস্ট্রেলিয়ায় লকডাউনসহ করোনাকালীন কঠোর বিধিনিষেধ বাতিলের দাবিতে বিক্ষোভ করছে কয়েক লাখ মানুষ।
ফ্রান্সে টিকা না নিলে রেস্টুরেন্ট, মার্কেটসহ অন্যান্য স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেয় দেড় লাখের বেশি বিক্ষোভকারী।
এছাড়াও রয়টার্স জানায়, রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।
আগামীতে ইউরোপের অনেক দেশেই রেস্তোঁরা, সিনেমা হলসহ জনবহুল অন্যান্য স্থানে প্রবেশের জন্য টিকা কার্ড দেখাতে হবে। যদিও এমন বিধিনিষেধ নিয়ে অনেকেই অসন্তুষ্ট।
করোনাকালীন বিধিনিষেধ নাগরিক স্বাধীনতাবিরোধী দাবি করে লন্ডনেও হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনিতেও বিপুল সংখ্যক প্রতিবাদকারী রাজপথে জড়ো হয়ে সরকারী স্বাস্থ্যবিধি তুলে নেওয়ার দাবি জানান।
এসব বিক্ষভকারীদের বেশিরভাগই মাস্ক পড়েননি এবং সড়কে সামাজিক দুরুত্বও মেনে চলেননি।