• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১২:৫২ পিএম
যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর যুক্তরাষ্ট্রে টেনেসি রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এদের মধ্যে দুই শিশুও রিয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকেই।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) বরাতে গার্ডিয়ান জানায়, শনিবার থেকে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ১৮ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে টেনেসিতে। এটি এযাবতকালের রাজ্যের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাতের রেকর্ড।

বৃষ্টির ফলে ওয়েভারলিসহ আশেপাশের শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় ঘরবাড়ির পাশাপাশি সড়ক, মোবাইল ফোনের টাওয়ার ও টেলিফোন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাম্পফ্রে কাউন্টির পুলিশের শেরিফ ক্রিস ডেভিস হতাহতের তথ্য নিশ্চিত করেন। এ ছাড়াও বন্যায় তাঁর এক বন্ধুরও মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের এক বিবৃতিতে তিনি বলেন “আকস্মিক বন্যা ও মর্মান্তিক প্রাণহানির জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি। বন্যার্তদের সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত আছি আমরা।”

Link copied!