• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

যাত্রীবাহী দোতলা বাস খাদে, নিহত ২৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৯:০৯ এএম
যাত্রীবাহী দোতলা বাস খাদে,  নিহত ২৮

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী দোতলা বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। খবর বিবিসি

স্থানীয় সময় সোমবার বাসটি ৬০ জন যাত্রী নিয়ে কেপটাউন থেকে মথাথার উদ্দেশে রওনা করে।পথে ইস্টার্নকেপ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দেশটির প্রাদেশিক পরিবহন দপ্তর সূত্রের বরাতে প্রতিবেদনে জানায়, এ দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন নারী, ৫ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন। 

দেশটির পরিবহন দপ্তরের প্রাদেশিক মুখপাত্র উনাথি বিনকোস জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

উনাথি বিনকোস বলেন, “স্বজন ও প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চাচ্ছি। শনাক্ত হলেই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।”

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান মুখপাত্র উনাথি বিনকোস।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!