শনিবার রাতের ভবন ধস ছাড়াও প্রবল বর্ষণের কারণে ভূমিধসে ভারতের মুম্বাইতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এদের মধ্যে জলাবদ্ধতার পানিতে বিদ্যুতায়িত হয়েও মৃত্যু হয়েছে কয়েকজনের।
এনডিটিভি জানায়, ভবন ধসে আহত হয়েছেন ছয় জনের বেশি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে। এছাড়াও বিপর্যয়ের আশঙ্কায় মুম্বাইয়ে জারি আছে রেড এলার্ট।
টানা দুইদিন প্রবল বর্ষণের পর রোববার ভোরে বিক্রোলি এলাকায় একটি আবাসিক ভবন ভেঙে পড়ে। এছাড়াও চিম্বুর এলাকাতেও। ভেঙে পড়া বাড়ির নিচে থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষা মৌসুমে ভারতের নিচু এলাকাগুলোরতে ভবনধসের ঘটনা ঘটে থাকে।








-20251028132147.jpg)


























