• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

মার্কিন বিমান হামলায় ২০০ তালেবান নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ১০:৩৬ এএম
মার্কিন বিমান হামলায় ২০০ তালেবান নিহত

মার্কিন বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়েছে। শনিবার (৭ আগস্ট) আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে এ ঘটনা ঘটে।

রোববার (৮ আগস্ট) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তালেবান লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন বিমানবাহিনী। এতে ব্যাপক হতাহতের শিকার হয়েছে তালেবান।

এদিকে সপ্তাহব্যাপী লড়াইয়ের পর শনিবার সেবারঘানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। আগের দিন গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় সশস্ত্র সংগঠনটি। ২৪ ঘণ্টার মধ্যে তালেবান যোদ্ধাদের হাতে আফগানিস্তানের দুটি প্রাদেশিক রাজধানীর পতন হলো। 

আফগানিস্তানের অন্যান্য অংশেও সহিংসতা বাড়ছে। দুই পক্ষের লড়াইয়ে পড়ে প্রাণ হারানোর আশঙ্কায় হাজার হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছাড়ছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণের লস্করগাহসহ কান্দাহারের বিভিন্ন শহর এখন চাপের মুখে রয়েছে।

Link copied!