• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ভারতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৬:৪৩ পিএম
ভারতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ০২ আগস্ট পর্যন্ত) ৪৭ হাজার ৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এটি গত দুই মাসের মধ্যে দেশটির সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। হিন্দুস্তান টাইমস জানায়, একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৫০৯ জন করোনা রোগীর। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৮১ জন।

পশ্চিমবঙ্গের এক দিনে মোট ৬৭৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৫৮৩ জন।

এ পর্যন্ত ভারতে ৬৬ কোটির বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন। যদিও জুন মাসে করোনার দ্বিতীয় ঢেউতে সর্বোচ্চ ৬ হাজারের বেশি দৈনিক সংক্রমণের বিশ্বরেকর্ড গড়েছিল ভারত।

নতুন পরিসংখ্যান বলছে, অক্টোবরে আবারও তাণ্ডব চলাতে পারে করোনার তৃতীয় ঢেউ। করোনার এবারের প্রকোপ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে গঠিত বিশেষজ্ঞ কমিটির নতুন প্রতিবেদনে করোনার তৃতীয় ঢেউ নিয়ে এ আশঙ্কার কথা জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তৃতীয় ঢেউতে বিপুল সংখ্যক শিশু সংক্রমিত হতে পারে।

তাই আক্রান্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা সরঞ্জাম ও পরিকাঠামো প্রয়োজন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ‘ভুল’ থেকে শিক্ষা নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সতর্ক হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!