• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

ভারতকে চাপে রেখে পাকিস্তানকে যুদ্ধজাহাজ দিল চীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৮:০৮ পিএম
ভারতকে চাপে রেখে পাকিস্তানকে যুদ্ধজাহাজ দিল চীন

সীমান্তে সেনা মোতায়েন আর মহড়ার মাধ্যমে গত কিছুদিন ধরেই ভারতকে অস্বস্তিতে রেখেছে প্রতিবেশী দেশ চীন। অরুণাচলে প্রদেশে চীনের বসতির নির্মাণের খোঁজও পাওয়া গেছে।

এরইমধ্যে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তানকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ সরবরাহ করেছে চিন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে আঞ্চলিক প্রতিপক্ষ ভারতকে প্রতিহত করতেই ইসলামাবাদকে এই ‘উপহার’ দিয়েছে বেইজিং।

চিনা কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত চীনের তৈরি সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স প্রযুক্তি রয়েছে যুদ্ধজাহাজ পিএনএস তুঘরিলে। এই যুদ্ধজাহাজ চিন-পাকিস্তান কৌশলগত অংশীদারিত্বের প্রতীক বলছেন পাকিস্তানি কর্মকর্তারা।

জাহাজটির বিমান হামলা প্রতিরক্ষার ব্যবস্থার পাশাপাশি রাডার সিস্টেম ও ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা নিয়েও প্রশংসা করেছেন অনেকেই। স্থল, আকাশ ও সমুদ্রের তলদেশেও এটি নির্ভুলভাবে হামলা করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। 

পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষের হামলা প্রতিহত করতেও সক্ষম পিএনএস তুঘরিল। পাকিস্তানের জন্য চীনের তৈরি চারটি যুদ্ধজাহাজের প্রথম চালান এটি।

Link copied!