• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি

বুস্টার ডোজ নয়, গরিব দেশকে টিকা দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১২:১৭ পিএম
বুস্টার ডোজ নয়, গরিব দেশকে টিকা দিন

ধনী দেশগুলোকে করোনার টিকা দেওয়ার পর বাড়তি বুস্টার ডোজ না দিয়ে গরিব দেশকে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত কোভিড বুস্টার ভ্যাকসিন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রোস অ্যাধানম গেব্রেইয়াসুস বলেন, বুস্টার ডোজ বন্ধ রাখলে ওই টিকা দিয়ে প্রতিটি দেশের মোট জনসংখ্যার কমপক্ষে ১০ শতাংশকে টিকা দেওয়া যাবে।

বিবিসি জানায়, ইসরায়েল, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ নাগরিকদের করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু এই পরিকল্পনার কারণে দরিদ্র দেশগুলোর টিকাদান পিছিয়ে পড়ছে বলে আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচওর মতে, স্বল্প আয়ের দেশগুলোতে সরবরাহের ঘাটতির কারণে প্রতি ১০০ জনের জন্য মাত্র দেড় ডোজ টিকা রয়েছে। হাইতি ও কঙ্গোতে একজন মানুষও ভ্যাকসিনের দুটি ডোজ পাননি। তাই বেশির ভাগ টিকা নিম্ন আয়ের দেশে যাওয়া উচিত বলে মনে করছে টেড্রোস।

আর তাই বুস্টার ডোজের পরিবর্তে সেসব টিকা দান করলে উচ্চ ও নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে টিকাদানের হারের ব্যবধান কমে আসবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইতিমধ্যে ইসরায়েল ষাটোর্ধ নাগরিকদের বুস্টার ডোজ দিতে শুরু করেছে। জার্মানিও মঙ্গলবার মডার্না ও ফাইজার ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু করবে। সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যেও কয়েক লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা চলছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!