• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বিশ্বে করোনায় প্রাণহানি বাড়ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৮:৫৮ এএম
বিশ্বে করোনায় প্রাণহানি বাড়ছে

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।

রোববার (২২ আগস্ট) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৩৬ হাজার ৬১৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৭৯১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ২৯৪ জন।


ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা রয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৮৪০ জন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩। এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!