• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিজেপি কর্মীদের জীবাণুমুক্ত করল তৃণমূল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৫০ পিএম
বিজেপি কর্মীদের জীবাণুমুক্ত করল তৃণমূল

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর অনেক নেতা-কর্মীই দল বদলে ভিড় করছেন রাজ্য সরকারের দল তৃণমূলে। তবে অভিযোগ উঠেছে বিজেপির এসব সাবেক নেতা-কর্মীকে ‘পরিশুদ্ধ’ করেই ফেরানো হয়েছে তৃণমূলে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, এর আগে বীরভূম জেলার লাভপুরে বিজেপি কর্মীদের একাংশকে গঙ্গা জল দিয়ে ‘শুদ্ধ’ করে তৃণমূলে ফেরানো হয়েছিল। এবার কেষ্টর গড়ে বিজেপি কর্মীদের স্যানিটাইজার ছিটিয়ে ‘ভাইরাসমুক্ত’ করে দলে ভিড়িয়েছে তৃণমূল।

বীরভূমের ইলামবাজারে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এদিন বিজেপির ১৫০ কর্মী গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাদের বেশির ভাগই বিজেপির নারী সদস্য ছিলেন। 

একটি যন্ত্র দিয়ে স্যানিটাইজার স্প্রে করে নবাগতদের তৃণমূলে স্বাগত জানানো হয়েছে। ইলামবাজারের তৃণমূলে নেতা দুলাল রায় বলেন, ‘‘যাঁরা বিজেপিতে ছিল, তাদের মধ্যে ভাইরাস আছে। তাই দলে নেওয়ার আগে ভাইরাসমুক্ত করার লক্ষ্যে স্যানিটাইজ করা হলো।’’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য বিজেপি। অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে তৃণমূলকে সবচেয়ে বড় ভাইরাস বলে মন্তব্য করেছেন বোলপুরের বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Link copied!