বাংলাদেশসহ ৩৭টি দেশের টিকা সনদের বৈধতা দিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন জানায়, আগামী সোমবার থেকে এই ঘোষণা কার্যকর হবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োনটেক ও জনসন অ্যান্ড জনসন এই চারটি টিকার সনদই গ্রহণ করবে। এর মধ্যে তিনটি টিকাই পেয়েছেন বাংলাদেশীরা।
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, “এই সিদ্ধান্ত বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-পর্যটনসহ বিভিন্ন খাতে বাধা দূর করতে হাই কমিশনের কূটনৈতিক প্রচেষ্টারই ফল।”
তবে বাংলাদেশীদের টিকার সনদ গ্রহণ করা হলেও যুক্তরাজ্যে প্রবেশের পর সবাইকেই করোনা পরীক্ষা করাতে হবে। এছাড়াও যাত্রীদের সঙ্গে বাংলাদেশ সরকার অনুমোদিত টিকার সনদও সঙ্গে রাখতে হবে।







































