• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

নাইজেরিয়ায় বন্দুকের মুখে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৩:৫৩ পিএম
নাইজেরিয়ায় বন্দুকের মুখে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে ৭৩ জন শিশুকে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল। রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ২২ মিনিটে জামফারা রাজ্যের কেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালিয়ে এসব শিক্ষার্থীদের অপহরণ করে ডাকাতরা। জামফারা পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে বলেন, অপহৃত শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করতে সেনাবাহিনীর সঙ্গে উদ্ধারকারী দলও মোতায়েন করা হয়েছে।

নাইজেরিয়ার জামফারা, কাতসিনা ও কাদুনা রাজ্যগুলোজুড়ে রয়েছে অপহরণকারীর ঘাঁটি। পশ্চিম আফ্রিকার এই উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীরা সাধারণত মুক্তিপণের দাবিতে শিশুদের অপহরণের কৌশল অবলম্বন করে থাকে। 

২০২০ সালের ডিসেম্বর থেকে উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বিভিন্ন স্কুল-কলেজে থেকে মুক্তিপণের দাবিতে এ পর্যন্ত ১ হাজার ১০০-এর বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

Link copied!