• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ দমনে সেনা মোতায়েন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১২:৩৬ পিএম
দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

দুর্নীতির দায়ে আটক সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে মুক্তির দাবিতে তীব্র হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিক্ষোভ।

আল-জাজিরা জানায় সোমবার জ্যাকব জুমার কারাদণ্ডের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত সহিংসতায় ৬ জন নিহত হয়েছে। আটক হয়েছে দুই শতাধিক বিক্ষোভকারীকে।

বিক্ষোভের মধ্যেই দোকানপাটে ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনরতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি প্রদেশে সেনা মোতায়েন করেছে সরকার।

দুর্নীতি অভিযোগের মাঝেই আদালত অবমাননায় ১৫ মাসের কারাদণ্ড পান জুমা। গত সপ্তাহে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করার পরই বিক্ষোভ শুরু করে সমর্থকরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!