দেশের বেশিরভাগ এলাকায় কারফিউ জারি করেছে আফগানিস্তান সরকার।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর পর সশস্ত্র গোষ্ঠী তালেবানের আগ্রাসন ঠেকাতে এই পদক্ষেপ।
রাজধানী কাবুল ছাড়াও পার্শ্ববর্তী দুই প্রদেশেও রাত ১০ টা থেকে ভোর পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। প্রধান শহরগুলোকে রক্ষায় শনিবার থেকেই সারাদেশে কারফিউ শুরু হয়।
মার্কিন সেনাসহ আন্তর্জাতিক বাহিনী দেশ ছাড়তে শুরু করার পর গত দুই মাস ধরে তালেবান ও আফগান সরকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে।
সীমান্ত এলাকাসহ বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নিয়েছে তালেবান।