করোনার টিকা নিয়েছেন সেনাবাহিনীর হাতে আটক মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চি। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মিন মিন সোয়ে।
তবে ৭৬ বছর বয়সী সু চিকে কোন টিকা দেওয়া হয়েছে সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। বিবিসি জানায়, সু চি ও তাঁর ব্যক্তিগত কর্মীদের সবাইকেই করোনার টিকা দেওয়া হয়েছে। তবে সামরিক সরকারের উদ্যোগে তাঁদের টিকা দেওয়া হলেও জনগণের টিকদান নিয়ে চিন্তিত এই নেত্রী।
মিন সোয়ে বলেন, মিয়ানমারের করোনা পরিস্থিতি উদ্বিগ্ন আছেন সু চি। সংক্রমণ এড়াতে সবাইকে টিকা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
মিয়ানমারের সাড়ে ৫ কোটি জনসংখ্যার মাত্র ২ দশমিক ৮ ভাগ টিকা পেয়েছে।