• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

টিকার জন্য ভারতকে ইলিশ দিচ্ছে না বাংলাদেশ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৩:০০ পিএম
টিকার জন্য ভারতকে ইলিশ দিচ্ছে না বাংলাদেশ?

দীর্ঘদিন ধরেই ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ। যদিও সরকারি অনুমোদনের পর গত বছর এই সময়ে পশ্চিমবঙ্গে দু’হাজার টন ইলিশ পাঠায় বাংলাদেশ। তবে এবছর পশ্চিমবঙ্গের পৌঁছায়নি পদ্মার ইলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে দাবি করা হয়, কোভিড টিকা নিয়ে দিল্লির সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কারণেই ইলিশ রপ্তানি পুরোপুরি বন্ধ রেখছে ঢাকা।

সেরাম ইন্সটিটিউটের সঙ্গে যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনতে চুক্তি করলেও বাংলাদেশ, ভুটান,শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে এই মুহূর্তে টিকা সরবরাহ বন্ধ রেখেছে ভারত।

বিশেষজ্ঞদের মতে, তিস্তা চুক্তিসহ বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বের পাশাপাশি টিকার কূটনীতিও প্রভাব ফেলছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। চীনের টিকা পৌঁছে গেলেও ভারতের টিকা না আসায় দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Link copied!