• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২২, ০৯:১৩ পিএম
টাটা স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে টাটা স্টিলের কোক প্ল্যান্টের একটি ইউনিটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চুক্তিভিত্তিক কাজ করা তিনজন কর্মী আহত হয়েছেন। শনিবার এই বিস্ফোরণ ঘটে বলে টাটা স্টিল জানিয়েছে।

রাজস্বের দিক থেকে ভারতের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক টাটা একটি বিবৃতিতে বলেছে, ইউনিটটি চালু ছিল না। এটি ভেঙে ফেলার প্রক্রিয়ায় আছে। উৎপাদন প্রভাবিত হয়নি।

রয়টার্স বলছে, কী কারণে বিস্ফোরণ ঘটিয়েছিল তা জানায়নি টাটা। তবে কিছু স্থানীয় মিডিয়া জানিয়েছে, বিস্ফোরণটি একটি ব্যাটারি সাইটে একটি গ্যাস পাইপলাইনে ঘটেছিল। এতে বিশাল অগ্নিকাণ্ড হয়।

টাটা বলছে, বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য একটি তদন্ত চলছে। আহত শ্রমিকদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Link copied!