• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

জাকারবার্গকে নিয়ে টাইমের ব্যঙ্গাত্মক প্রচ্ছদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০৬:৪০ পিএম
জাকারবার্গকে নিয়ে টাইমের ব্যঙ্গাত্মক প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় টাইম ম্যাগাজিনের চলতি সংখ্যার প্রচ্ছদে ব্যঙ্গাত্মকভাবে স্থান পেয়েছেন মার্ক জাকারবার্গ ও ফেসবুক।

সামাজিক মাধ্যম ফেসবুক বিভক্তি উসকে দেয়, শিশুদের ক্ষতি করে এবং মানুষের নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয়- এমন সব অভিযোগ ওঠার পর এ রকম প্রচ্ছদ করল টাইম। প্রচ্ছদে জাকারবার্গের ছবির ওপর একটি ফোন অ্যাপ ডিলিট আইকন। তাতে লেখা ‘ডিলিট ফেসবুক?’ এবং সেটার নিচে দুটি অপশন ‘ক্যানসেল’ বা ‘ডিলিট’।

ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত টাইমের প্রচ্ছদ রচনার শিরোনাম ‘ফেসবুক যেভাবে মুনাফার চেয়ে মানুষের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া টিমের কাজ বন্ধ করে দিয়ে হিসাব চুকিয়েছে’।

এ বিষয়ে নিবন্ধের লেখক বিলি পেরিগো বলেন, “ফেসবুকের ভবিষ্যৎ গতিপথ যাই হোক না কেন, একটি বিষয় স্পষ্ট যে, প্রতিষ্ঠানটিতে অভ্যন্তরীণভাবে গণ-অসন্তোষ তৈরি হচ্ছে। হাউজেনের নথি ফাঁস এবং সাক্ষ্য ইতোমধ্যে ফেসবুকের ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি উত্থাপন করেছে।”    

সূত্র: এনডিটিভি

Link copied!