• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬
ইন্দোনেশিয়া

জেলখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৮:২৯ এএম
জেলখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

ইন্দোনেশিয়ায় তাংগেরাং জেলখানার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।

বিবিসি জানায়, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৪১ জন কয়েদি নিহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় থাকা আরও ৩ কয়েদির মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, জেলখানায় বন্দির সংখ্যা কমানোর চেষ্টা চলছে। মাদকাসক্ত অপরাধীদের রিহ্যাবে পাঠানোর কথাও চিন্তা করা হচ্ছে।

দেশটির মন্ত্রণালয় সূত্র জানায়, বৈদ্যুতিক সমস্যাজনিত কারণে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে নিহতরা সবাই জেলখানার কয়েদি।

গত বুধবার দেশটির তাংগেরাং কারাগারে এ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে ধারণক্ষমতার তুলনায় ৩ গুণ বেশি কয়েদি ছিলেন বলে জানা গেছে।

Link copied!