• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

জালালাবাদে আবারও হামলার শিকার তালেবান, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৫:১৩ পিএম
জালালাবাদে আবারও হামলার শিকার তালেবান, নিহত ৩

তিন দিনের মধ্যে দ্বিতীয়বার হামলার শিকার হল তালেবান। আফগানিস্তানের পূর্ব নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরের নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। 

হামলায় দুই তালেবান যোদ্ধাসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানায় নানগারহার প্রদেশ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান ঘাঁটি। গত কয়েক বছর ধরেই এ অঞ্চলে তালেবান ও আইএসের সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত বন্দুকধারীরা রিকশা নিয়ে জালালাবাদের নিরাপত্তা চৌকিতে এসে হামলা চালায়। এছাড়াও একই শহরে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হয় তালেবানের আরও দুই যোদ্ধা।

জালালাবাদে এর আগেও তালেবান সদস্যদের ওপর হামলা হয়। রোববার (১৯ সেপ্টেম্বর) পরপর তিনটি হামলায় অন্তত তিনজন নিহত হয়। আহত হয় আরও ২১ জন। এ দিন তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করেও সরাসরি হামলা চালানো হয়।

সম্প্রতি জালালাবাদে তালেবান ওপর একাধিক হামলার দায় স্বীকার করে আইএস। যদিও তালেবানের দাবি, আফগানিস্তানে আইএস বা আল-কায়েদার কোনো অস্তিত্ব নেই।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!