• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চীনের বিরুদ্ধে মাইক্রোসফটের সার্ভারে হামলার অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০৬:৫৯ পিএম
চীনের বিরুদ্ধে মাইক্রোসফটের সার্ভারে হামলার অভিযোগ

মাইক্রোসফটের ইমেইল সার্ভার ‘এক্সচেঞ্জে’ সাইবার হামলার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও মিত্রদেশগুলো এই অভিযোগ করেছে।

বিবিসি জানায়, এবছরের শুরুর দিকে এই সাইবার হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে চীন।

বিশ্বজুড়ে ৩০ হাজারের বেশি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সাইবার হামলায়। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে পশ্চিমা দেশগুলো। তবে হামলার সব অভিযোগই অস্বীকার করেছে চীন।

যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর গোয়েন্দা কর্মকর্তারা চীনকে যেকোনো সময়ের তুলনায় পরিস্থিতি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তবে এ ধরনের আচরণ দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

Link copied!