• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

চার দিনের মধ্যে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২২, ০১:৩৭ পিএম
চার দিনের মধ্যে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়া ও ক্ষেপণাস্ত্র যেন এখন সমার্থক শব্দ। চলতি বছরে এরই মধ্যে ১৫টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। এতে একদিকে যেমন উদ্বিগ্ন দুই প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান, অপর দিকে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা এপি জানায়, শনিবার উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বাহিনী জানায়, এটি এ সপ্তাহে দেশটির দ্বিতীয় উৎক্ষেপণ। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশটি এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এটি কী ধরনের ক্ষেপণাস্ত্র বা এর পাল্লা কত, তা জানাননি তিনি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। 

এর আগে বুধবার দেশটির পূর্ব জলসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির পারমাণবিক অস্ত্রভান্ডারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে এই খবর দেশটিতে উদ্বেগ সৃষ্টি করেছে।

Link copied!